এবার বার্তামেউকে তীব্র আক্রমণ করলেন জেরার্ড পিকে
অবশেষে নীরবতা ভাঙলেন জেরার্ড পিকে। গত কয়েক মাসে লিওনেল মেসিকে নিয়ে বার্সেলোনায় যা হয়েছে, সেটি নিয়ে কথা তো বললেনই; মেসির মতোই সরাসরি আঙুল তুললেন বার্সা বোর্ডের দিকেও।
এক সাক্ষাৎকারে বরখাস্ত কোচ আরনেস্তো ভালভার্দে, মেসির ভবিষ্যৎ এবং বোর্ডের কার্যকলাপ নিয়ে অনেক কথাই বলেছেন পিকে। বাদ যায়নি ‘বার্সাগেট কেলেঙ্কারি’ প্রসঙ্গও।
দলের বর্তমান ও সাবেক অনেক খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা আইথ্রি নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে গত ফেব্রুয়ারিতে অভিযোগ উঠেছিল। যা পরবর্তীতে ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়।
আরও পড়ুন: হয়তো আপনারও জানা নেই পেলের এই ১০ তথ্য
এই প্রসঙ্গে পিকে বলেন, ‘একজন বার্সার খেলোয়াড় হয়েও আমাকে দেখতে হলো, ক্লাব টাকা খরচ করেছে যাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে এমন বাইরের লোকদের জন্যই শুধু নয়, বর্তমান অনেক খেলোয়াড়ের জন্যও। এটা আসলেই বর্বরোচিত।’
এমন ঘটনা প্রকাশ পাওয়ার পর বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে সরাসরিই প্রশ্ন করেছিলেন পিকে। বার্সার সেন্টার ব্যাক বলেন, ‘আমি এর ব্যাখ্যা চেয়েছিলাম। তিনি আমাকে বলেন-জেরার্ড, আমি এই সম্পর্কে জানি না। এবং আমি তার কথা বিশ্বাস করেছি। কিন্তু দেখা গেল যে লোকটা এমন কাজের জন্য একটি প্রতিষ্ঠানকে ভাড়া করেছিল, সে এখনও ক্লাবে কর্মরত আছে।’
নতুন মৌসুম শুরুর আগে মেসি যে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি নিয়েও খোলাখুলি কথা বলেছেন পিকে। বার্সা বোর্ড মেসিকে নিয়ে যা করেছে, সেটা মেনে নিতে পারছেন না এই ডিফেন্ডার।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৩ অক্টোবর