নাটক

‘দ্য টিচার’ নাটকে প্রশংসিত সজল

ঢাকা, ৩১ জুলাই- এবারের ঈদে প্রচারিত হওয়া বেশ কিছু নাটকে ভিন্নধর্মী চরিত্রে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। রোমান্টিক চরিত্রের বাইরে ‘দ্য টিচার’ শিরোনামের একটি নাটকে তিনি অভিনয় করেছেন শিক্ষকের চরিত্রে। এটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ।

প্রচারের পর নাটকটি থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। সেইসাথে পাচ্ছেন প্রশংসামুখর আলোচনা।

নাটকটি নিয়ে সজল বলেন, কাজটি আমার খুবই পছন্দের। যার কারণে এটি নিয়ে আমি একটু বেশিই উচ্ছ্বসিত ছিলাম শুরু থেকে। আলহামদুলিল্লাহ, দর্শকদের কাছে কাজটি ভালো লেগেছে।

তিনি আরও বলেন, নাটকের মাধ্যমে অনেক অসঙ্গতিই দর্শকের মাঝে তুলে ধরা যায়। এখানে শিক্ষক ও ছাত্রের সম্পর্ক দেখানো হয়েছে, কিছু বার্তা দেওয়া হয়েছে। প্রত্যেকের জীবনেই এমন একজন শিক্ষক থাকেন যার কারণে জীবনটা অনেক সুন্দর হয়।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

আর আই

Back to top button