জাতীয়

জাপানের প্রায় ৮ লাখ টিকা ঢাকার পথে

ঢাকা, ৩১ জুলাই – জাপান থেকে সাত লাখ ৮১ হাজার ৩২০টি টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) টোকিওর বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় সাত লাখ ৮১ হাজার ৩২০টি টিকার দ্বিতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছে। সেখানে উপস্থিত ছিলেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।

আগামীকাল শনিবার ( ৩১ জুলাই) বেলা সাড়ে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রেজেনেকার টিকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরো প্রায় ছয় লাখ টিকা আসবে।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ৩১ জুলাই

Back to top button