অস্ট্রেলিয়া প্রত্যাশারও বেশি পাচ্ছে : নিজামউদ্দিন
ঢাকা, ৩১ জুলাই – দীর্ঘ চার বছর পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কিছুদিন আগেও এই সিরিজ নিয়ে ছিলো ধোঁয়াশার কালো মেঘ। অবশেষে সেই কালো মেঘ ইতোমধ্যে কেটে গেছে। অজিদের দেওয়া সকল শর্ত মেনেই এই সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শুক্রবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমার মনে হয় তারা যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে তা তাদের প্রত্যাশারও বেশি।
তাদের যে তথ্য পাচ্ছি, তাতে মনে হচ্ছে তারা এখন পর্যন্ত সবকিছু নিয়ে খুশি। বিশেষ করে ওদের প্রথম যে শর্ত ছিল- এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া পর্যন্ত এবং হোটেলের পরিবেশ সবকিছু নিয়ে খুশি আছে আমার মনে হয়।
এখন যে পরিস্থিতি, স্ট্যান্ডার্ড বায়ো বাবল প্রটোকল আছে। এই প্রটোকলের বাইরে অস্ট্রেলিয়া দল বাড়তি কিছু চাহিদার কথা জানিয়েছে, আমরা সেগুলো পূরণের চেষ্টা করেছি। এর বাইরে কিন্তু তেমন কিছু না।
নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, এই বিষয়টাকে অতিরঞ্জিত করে দেখার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে এটাই নতুন বাস্তবতা এবং আমাদেরকে এ ভাবেই ইভেন্টগুলো আয়োজন করতে হবে।
এটা যদি সবার সহযোগিতায় সফলভাবে করতে পারি সামনের সিরিজগুলো আয়োজনেও ভূমিকা রাখবে। আমাদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩১ জুলাই