কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আরও ১৪১ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ, ৩১ জুলাই – কিশোরগঞ্জে নতুন করে (শুক্রবার রাত ১০টা পর্যন্ত) ১৪১ জনের করোনা শনাক্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৪ জন এবং মোট মারা গেছেন ১৫৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৬ জন, হোসেনপুরে ১৪ জন, তাড়াইলে ১ জন, পাকুন্দিয়ায় ৭ জন, কটিয়াদীতে ৬ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ৩১ জন, নিকলীতে ৭ জন, বাজিতপুরে ১৪ জন, ইটনায় ১ জন ও অষ্টগ্রামে ২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২৬, ২৭, ২৮ ও ৩০ জুলাই (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাব হতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, ২৯ জুলাই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, হোসেনপুর, তাড়াইল, পাকুন্দিয়া, কুলিয়ারচর, ভৈরব, নিকলীত, বাজিতপুর, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৫৭ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৬৫ জনের করোনার উপসর্গ পাওয়া গেছে।

অন্যদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৪ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৫৩৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩২২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ২৩৫ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৮৭ জন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ৩১ জুলাই

Back to top button