শিশু কেন মিথ্যা বলে? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত
প্রায় প্রায়ই মিথ্যা বলছে শিশু? শিশু মিথ্যা বললে মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক। তবে একারণে বকাঝকা বা ঘনঘন শাস্তির ব্যবস্থা করতে যাবেন না কিন্তু! এতে হিতে বিপরীত হতে পারে। শিশু কেন মিথ্যা বলে? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত।
# শিশুদের মধ্যে যারা নিজেকে অবহেলিত বলে মনে করে, তারা মিথ্যার মাধ্যমে অন্যদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করে।
# বাবা-মা পছন্দ করেন না হঠাৎ এমন কোনও কাজ করে ফেললে বকা খাওয়ার ভয়ে শিশু মিথ্যা বলতে পারে। তাই শিশুকে শাসন করার পাশাপাশি বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখাও জরুরি।
# আত্মবিশ্বাসের অভাব ও অনিশ্চয়তার কারণেও অনেক সময় শিশুরা মিথ্যে বলে।
# শিশুরা বাবা-মায়ের মিথ্যা বলা থেকে এই শিক্ষা লাভ করতে পারে।
# অনেক বড় মিথ্যা অভিভাবকরা ভুল করে হেসেই উড়িয়ে দেন। তখন শিশুর কোনও সংকোচ থাকে না।
# অনেক শিশু রূপকথার গল্প পড়ে নিজেকে গল্পের চরিত্র ভাবতে শুরু করে। এতে করে কল্পনাপ্রসূত কথাবার্তা বলতে বলতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। শিশু যেন গল্পের জগতে বুঁদ হয়ে বাস্তবতা ভুলে না যায় সেজন্য তাকে গল্পচ্ছলে বুঝান কোনটা সত্য এবং কোনটা মিথ্যা।
# বাবা-মায়ের সম্পর্কে অনাস্থা থাকলে শিশুরাও হয়ে উঠতে পারে মিথ্যাবাদী।
এম ইউ