’পাকিস্তানের যোদ্ধারা তালেবানদের সহায়তা করেছে, এমন খবর ভিত্তিহীন’ : ইমরান খান
ইসলামাবাদ , ৩০ জুলাই – পাকিস্তানের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে গিয়ে দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে তালেবানদের সহায়তা করেছে, এমন খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইমরান খান।এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী একথা বলেন।
সংবাদমাধ্যমটির উপস্থাপিকা জুডি উডরফ এ সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালে পাকিস্তানকে অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি বলেন, তার সরকার গোয়েন্দা কর্মকাণ্ড চালানোর জন্য বা জঙ্গিবিরোধী অভিযান চালাতে পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে না।
ইমরান খান বলেন, ‘সীমান্তের ভেতরে আর কোনো লড়াই বা কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সহ্য করার মতো সামর্থ্য আর আমাদের নেই।’ তিনি বলেন, ‘যখন সন্ত্রাসের বিরুদ্ধে সেই যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমরা ছিলাম, যেটাতে যোগ দিয়েছিল পাকিস্তান, তখন দেশব্যাপী আত্মঘাতি হামলার ঘটনা ঘটেছে। ব্যবসা ধসে পড়েছিল; পর্যটন ধসে পড়েছিল। এ কারণে আমরা কোনো সংঘাতের অংশ হতে চাই না।’
ইমরান খান বলেন, আফগানিস্তানে সংঘাতের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ করার জন্য তালেবানকে বলেছিল পাকিস্তান।
তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/ ৩০ জুলাই