অন্যান্য

টোকিও অলিম্পিক থেকে বিদায় নাম্বার ওয়ান জকোভিচের

টোকিও, ৩০ জুলাই – টোকিও অলিম্পিকের স্বর্ণ জেতা হলো না উড়ন্ত ফর্মে থাকা বিশ্বের নাম্বার টেনিস তারকা নোভাক জকোভিচের। সেমিফাইনালেই তাকে থামিয়ে দিলেন জার্মান তারকা বিশ্বের চতুর্থ সেরা অ্যালেক্সান্ডার জভেরেভ।

শুক্রবার টেনিস এককের সেমিফাইনালে জেভেরভের কাছে ৬-১, ৩-৬ ও ১-৬ গেমে হেরে অলিম্পিকের এই ইভেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে জকোভিচের। শেষ ১১ গেমের ১০টা জিতে অবিশ্বাস্যভাবে জকোভিচকে পেছনে ফেলেন জভেরেভ।

তবে পদক জেতার সম্ভাবনা এখনও রয়েছে তার। শনিবার তৃতীয় হওয়ার লড়াইয়ে স্পেনের পাওলো বুস্তা ক্যারেনোর মুখোমুখি হবে জকোভিচ।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে টেনিস এককে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সেটিই এখনও পর্যন্ত অলিম্পিকে তার সেরা অর্জন। এবার টোকিও অলিম্পিকেও একই সাফল্য পুনরাবৃত্তির সামনে দাঁড়িয়ে বিশ্বের এক নম্বর তারকা।

অন্যদিকে স্বর্ণপদকের জন্য লড়বে জার্মানির অ্যালেক্সান্ডার জভেরেভ ও রাশিয়া অলিম্পিক টিমের (আরওসি) কারেন খাচানভ। তিনি সেমিফাইনালে জিতেছেন ৬-৩, ৬-৩ গেমে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ৩০ জুলাই

Back to top button