জাতীয়

শাহজালালে বিমানবন্দরে সিটের নিচে মিলল ৬৮ স্বর্ণের বার

ঢাকা, ২৩ অক্টোবর- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮ কেজি ওজনের ৬৮ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ শুক্রবার সকালে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট থেকে বারগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভিন্ন নামে বাকশাল প্রতিষ্ঠিত হতে চলেছে: ডা. জাফরুল্লাহ

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এ উদ্ধার অভিযান চালান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ সকাল ১০টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা ‘বিজি-০২৮’ ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ফ্লাইটের চারটি সিটের নিচে লুকানো ৬৮টি স্বর্ণের বার খুঁজে পান গোয়েন্দারা। যার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৭৩ লাখ টাকা।

বিমানবন্দর পুলিশ জানিয়েছে, আটক সোনার স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/২৩ অক্টোবর

Back to top button