রংপুর বিভাগে করোনা শনাক্তে রেকর্ড,মৃত্যু ৯
রংপুর, ৩০ জুলাই- রংপুর বিভাগ করোনায় শনাক্ত হাজার ছুঁই ছুঁই করছে। নতুন করে ৯৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটাই বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রংপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও দিনাজপুরের একজন করে মৃত্যুবরণ করেছেন।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯০২ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৬৬ জন, রংপুরে ১৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৩, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৫, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫২ ও গাইবান্ধায় ৪২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪৪ জন। এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ১৬ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ হাজার ৯৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘন্টায় ৩ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরে ২৭২ জন, দিনাজপুরে ১৩৮ জন, ঠাকুরগাঁওয়ে ১২০ জন, পঞ্চগড়ে ১০৫ জন, গাইবান্ধায় ১০৪ জন, নীলফামারীতে ৯৬ জন, কুড়িগ্রামে ৯৩ জন ও লালমনিরহাটে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত ২ লাখ ১৩ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৪২ হাজার ৯৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৮৭ শতাংশ।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই