সাঁতারে রেকর্ড করে আরিফুলের বিদায়
টোকিও, ৩০ জুলাই- টোকিও অলিম্পিকে আর কোনও সম্ভাবনা নেই বাংলাদেশের কারও পদক জয়ের। সাঁতারে তো হিট পার করার লড়াইয়ে নেমেছিলেন আরিফুল ইসলাম। সেটা করতে পারলেও ইতিহাস গড়তে পারতেন এই সাঁতারু। কিন্তু বাদ পড়েছেন হিটেই।
তবে বাদ পড়লেও ছাড়িয়ে গেছেন নিজেকে। আরিফুলের এতদিন সর্বোচ্চ টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। দক্ষিণ কোরিয়ায় ২০১৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১৪.৯২ সেকেন্ডে সময় নিলেও এবার সেটিকে টপকে গেছেন। টোকিওতে ২৪.৮১ সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়েছেন ৫০ মিটার ফ্রি স্টাইলে ইভেন্টে। এই ইভেন্টে ২৪.৭১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ক্যারিবীয়ান সাঁতারু শেন ক্যাডোগান।
এবারের অলিম্পিকে বাংলাদেশকে পদকের স্বপ্ন দেখানোদের মধ্যে ছিলেন আরিফুলও। এর আগে আর্চার রোমান সানা প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেও কানাডার কাছে হেরে স্বপ্ন ভাঙেন।
সূত্রঃ আরটিভি
আর আই