ক্রিকেট

প্রধান কিউরেটর গামিনীকে ছাড়াই অস্ট্রেলিয়া সিরিজ

ঢাকা, ২৯ জুলাই – আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটা অবশ্য করোনাভাইরাস থেকে সংক্রমণ না হতেই।

সিরিজ শুরুর ১০ দিন আগে থেকেই কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে সিরিজ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে। মাঠকর্মী থেকে শুরু করে আম্পায়ার সবাইকে রাখা হয়েছে সুরক্ষা বলয়ে। এই সিরিজে কাজ করতে হলে এটাই শর্ত।

কিন্তু এই শর্তে জৈব সুরক্ষা বলয়ে নেই মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা। লঙ্কান এই কিউরেটর তাই মাঠেই ঢুকতে পারবেন না সিরিজ চলাকালীন।

কেন না গামিনী ডি সিলভা বুধবার বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কা থেকে। তাহলে কীভাবে কি হবে সিরিজ চলাকালীন?

এমন প্রশ্নে বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী আরটিভি নিউজকে জানিয়েছেন, “তিনি (গামিনী) জৈব সুরক্ষা বলয়ে নেই, তবে কাজ করবেন মাঠের বাইরে থেকে। এক্ষেত্রে সুরক্ষা বলয়ের বাইরে থেকে অন্য কর্মীদের দিক নির্দেশনা দিয়ে কাজ চালাবেন।”

আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে ৫ ম্যাচের এই সিরিজ। অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এমন সিরিজ শেষ পর্যন্ত প্রধান কিউরেটরকে ছাড়াই অনুষ্ঠিত হবে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৯ জুলাই

Back to top button