জাতীয়

ভ্যাকসিনের আওতায় আরও আড়াই লাখের বেশি মানুষ

ঢাকা, ২৯ জুলাই- দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ২ লাখ ৫৮ হাজার ২৭০ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এরমধ্যে সিনোফার্মের ১ লাখ ৮৮ হাজার ৩ ডোজ (প্রথম) এবং ৬ হাজার ৫২৯ (দ্বিতীয় ডোজ), মডার্নার রয়েছে ৬৩ হাজার ৭৩৮ ডোজ (প্রথম ডোজ)।

এছাড়া এখন পর্যন্ত সারাদেশে টিকা দেওয়া হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭৪৯ ডোজ। এরমধ্যে ভ্যাকসিনের শুধু প্রথম ডোজ নিয়েছেন ৮২ লাখ ৭০ হাজার ৪২২ জন এবং ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ৩২৭ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বুধবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ১২৭ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

সূত্রঃ চ্যানেল আই

আর আই

Back to top button