কুমিল্লা

কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৬

কুমিল্লা, ২৮ জুলাই- কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮৪৬ জন।

বুধবার (২৮ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দুই হাজার ৬৩ জনের নমুনা পরীক্ষায় ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৩৬৪ জনে। আক্রান্তের হার ৪১ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৯১ জন, আদর্শ সদরে ১৬, সদর দক্ষিণে ১৪, বুড়িচংয়ে ৪১, ব্রাহ্মণপাড়ায় ৪২, চান্দিনায় ৩৫, চৌদ্দগ্রামে ৩৭, দেবিদ্বারে ৬২, দাউদকান্দিতে ৬৩, লাকসামে ১৩০, লালমাইতে ৮, নাঙ্গলকোটে ৫৫, বরুড়ায় ৭৫, মনোহরগঞ্জে ৪৩, মুরাদনগরে ৯৯, মেঘনায় ১৫ এবং হোমনা উপজেলার ২০ জন রয়েছেন।

একই সময়ে দাউদকান্দি, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, লালমাই ও বরুড়া উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮৫ জনে।

সূত্রঃ জাগো নিউজ

আর আই

Back to top button