নোয়াখালীতে একদিনে আরও ২৫১ জনের করোনা শনাক্ত
নোয়াখালী, ২৮ জুলাই- নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮২৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৩৮ শতাংশ।
জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১০৩ জন। মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ।
বুধবার (২৮ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১০১ জন ও আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় কোন রোগী চিকিৎসাধীন নেই।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই