খুলনায় পাটকল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
খুলনা, ২৩ অক্টোবর- খুলনার দিঘলিয়া উপজেলায় মন্ডল জুট মিলে রাজন (২০) নামে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রাজন দিঘলিয়ার চন্দনীমহল ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইউসুফ মোল্যার ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান ও আব্দুর রহিম নামে দুই সহোদরের সঙ্গে রাজনের বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরপর তার অবস্থা খারাপ হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ঠাকুরপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ ফেরত
দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মন্ডল মিলের অভ্যন্তরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনকে কয়েকজন মিলে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনও কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে অভিযুক্তদের আটক করার অভিযান চলছে।
সূত্র : যুগান্তর
এম এন / ২৩ অক্টোবর