রংপুর

রংপুর বিভাগে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৭

রংপুর, ২৮ জুলাই- রংপুর বিভাগ করোনায় আক্রান্ত হয়ে আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। নতুন করে ৬৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত রংপুরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৫ জন, কুড়িগ্রামে ২ জন, দিনাজপুরে ২ জন এবং লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮২ জনে। এর মধ্যে রংপুরের ১৮৯ জন, গাইবান্ধার ৪১ জন, ঠাকুরগাঁওয়ের ১৭০ জন, কুড়িগ্রামের ৪৯ জন, পঞ্চগড়ে ৫৪ জন, দিনাজপুরের ২৬২ জন, নীলফামারীর ৬৪ জন ও লালমনিরহাটের ৫৩ জন রয়েছেন।

বিভাগে ২ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৮৯ জন, গাইবান্ধায় ৮৫ জন, ঠাকুরগাঁওয়ে ৭৭ জন, কুড়িগ্রামের ৭৬ জন, পঞ্চগড়ে ৭৬ জন, দিনাজপুরের ৬৯ জন, নীলফামারীর ৬৪ জন ও লালমনিরহাটের ২৪ জন রয়েছেন। এ পর্যন্ত ২ লাখ ১০ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে ৪২ হাজার ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button