ফেনী

ফেনীতে আইপিএল জুয়া ঠেকাতে ক্যাবল নেটওয়ার্ক বন্ধ

ফেনী, ২৩ অক্টোবর- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সময়ে হাটেঘাটে যুবকদের জুয়া রোধে ফেনীর পরশুরামে ক্যাবল নেটওয়ার্ক (ডিস) বন্ধের ঘোষণা দিয়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

তার এ ঘোষণা অভিভাবকসহ সচেতন মহলে ব‍্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে, সাধারণ দর্শক ও ক্রীড়ামোদী অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, আইপিএল খেলা দেখার জন্য শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারের চায়ের দোকানে, হোটেল-রেস্তোরায় বিভিন্ন বয়সের ও শ্রেণি-পেশার মানুষ ভীড় জমান।

এ সুবাদে সীমান্তবর্তী পরশুরাম উপজেলা সদর ও গ্রামীন হাটে-বাজারে কিছু মানুষ আইপিএলের চার-ছক্কার জুয়ায় মেতে উঠে। বলের উইকেট ও ব্যাটের রানে অনেকে সর্বস্বান্ত হন।

প্রতিবারের মতো আইপিএল চলাকালীন সময়ে জুয়ার মহোৎসব থামাতে এবার খেলা চলাকালে পৌরসভা ও উপজেলার ৩ ইউনিয়নে ক্যাবল নেটওয়ার্ক (ডিস) বন্ধের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন সাজেল চৌধুরী।

আরও পড়ুন: ভারত সীমান্ত পিলারের কাছ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

মেয়র নিজাম উদ্দিন সাজেল জানান, খেলার সময় কিশোর-যুবকরা যাতে বাসা-বাড়ির বাইরে বের না হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিস সংযোগ বন্ধ রাখা হবে। এছাড়া প্রতিটি এলাকায় আড্ডা ঠেকাতে টিম করে দেয়া হয়েছে। তারা খেলা চলাকালীন সময় তদারকিতে থাকবেন।

পরশুরাম মডেল থানার ওসি মো: শওকত হোসেন জানান, জুয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ অভিযান পরিচালনা করবে।

এদিকে, পৌর মেয়রের এ সিদ্ধান্ত নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করছেন।

তাদের মতে, ডিস লাইন বন্ধ করে দেয়া হলে বাসা-বাড়িতে সাধারণ দর্শকরা অন্য অনুষ্ঠান থেকে বঞ্চিত হবেন। জুয়াড়িদের জন্য ক্রীড়ামোদীরা খেলা দেখা থেকে বঞ্চিত করাহওয়া অযৌক্তিক বলে তারা মন্তব্য করেন।

সূত্র : যুগান্তর
এম এন / ২৩ অক্টোবর

Back to top button