ফরিদপুর

ফরিদপুরে করোনা ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু

ফরিদপুর, ২৮ জুলাই – ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে ৭ জন আক্রান্ত হয়ে ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬১ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৮ জন ফরিদপুরের, ৬ জন রাজবাড়ীর, ২ জন মাদারীপুরের ও ১ জন মাগুরা জেলার।

ফরিদপুর সিভিল সার্জন সিদ্দিকুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৬৩ জন। আক্রান্তের হার ২৪.৬৬ ভাগ। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪১৭ জন। সুস্থতার হার ৭৭.৭২ ভাগ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ৩৮.৯৭ ভাগ। হাসপাতালে ভর্তি আছেন ২৮৩ জন। হোম আইসোলেশনে আছেন ৩১৭০ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ জুলাই

Back to top button