জাতীয়

রোহিঙ্গাদেরও টিকা দেওয়া শুরু হবে: পররাষ্ট্র সচিব

ঢাকা, ২৮ জুলাই – রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করবে সরকার। ৫৫ বছরের বেশি বয়সীদের মাধ্যমে এই টিকা দেওয়া শুরু হবে। পরে ধাপে ধাপে বয়সের সীমা নামিয়ে আনা হবে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের যে টিকা দেওয়া হবে, সেই একই ধরনের টিকা পাবে রোহিঙ্গারাও। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে নানাভাবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ হয়। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনেই রোহিঙ্গাদের টিকা দেওয়া জরুরি।

তিনি আরও জানান, কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকাগুলোর সংরক্ষণে কিছুটা জটিলতা রয়েছে। এর তুলনায় চীনের সিনোফার্মের টিকা রক্ষণাবেক্ষণ করা সহজ। তবে কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদেরও একই ধরনের টিকা দেওয়া হবে।

সূত্র : সমকাল
এন এইচ, ২৮ জুলাই

Back to top button