ঢাকা

কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৫৫

ঢাকা, ২৭ জুলাই – করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় রাজধানী থেকে আজ ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, বিধিভঙ্গের জন্য আজ ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক।

সোমবার লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

গত রবিবার বিধিনিষেধ অমান্য করায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।

সূত্র : দেশ রূপান্তর
এম এউ, ২৭ জুলাই

Back to top button