জানা-অজানা

যৌনতা বাড়িয়ে দেয় বুদ্ধিমত্তা

যৌনতা বিষন্নতা দূর করে বাড়িয়ে দেয় বুদ্ধিমত্তা। আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের একদল মনোবিজ্ঞানী গবেষণা করে এ তথ্য পেয়েছেন।

মনোবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামে একটি স্থান রয়েছে, যা বহুদিনের স্মৃতি ধরে রাখতে সক্ষম। যৌনতা মগজের এ অংশে নতুন করে নিউরনের জন্ম দেয়।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের এ অংশে এমনিতেই নতুন নিউরন গজায়। কিন্তু সাধারণত নিউরন জন্ম নিতে যে সময়ের প্রয়োজন হয়, নিয়মিত যৌনতার ফলে হিপোক্যাম্পাসে নতুন নিউরন তার চেয়ে দ্রুতগতিতে জন্ম নেয়। এছাড়া যৌনতা মস্তিষ্কের সব কোষে অক্সিজেনও ছড়িয়ে দেয়।

আরও পড়ুন ::

দক্ষিণ কোরিয়ার সিউলের কনকুক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরেকটি গবেষণার তথ্য যৌনতার সঙ্গে মানুষের বুদ্ধিমত্তা বৃদ্ধির তত্ত্বটিকে আরো বেশি শক্ত করেছে।

একই প্রমাণ কোরিয়ান গবেষণাকদের গবেষণায় মিলেছে। এতে বলা হয়, সেক্স মানুষের বুদ্ধিমত্তার নানা অংশকে উন্নত করে তোলে। চরম বিষণ্ণতা মস্তিষ্কের যে ক্ষতিসাধন করে যৌনতা তা কাটিয়ে তুলে। মগজের হিপোক্যাম্পাস অংশে নিউরন তৈরি করে বুদ্ধিবৃত্তির ক্ষতি পুষিয়ে দেয়।

Back to top button