ক্রিকেট

এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন শহীদ আফ্রিদি

কাঠমান্ডু, ২৭ জুলাই – এবার নেপালের টি-টোয়েন্টি ক্রিকেট মাতাবেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক খেলবেন নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা এভারেস্ট প্রিমিয়ার লিগে। কাঠমান্ডু কিংস একাদশে তিনি সতীর্থ হিসেবে পাবেন স্থানীয় সুপারস্টার সন্দীপ লামিছানেকে।

লেগস্পিনার লামিছানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল আফ্রিদির সঙ্গে। লর্ডসে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘূর্ণিঝড় ত্রাণ তহবিল সংগ্রহের ম্যাচে আইসিসি বিশ্ব একাদশের সতীর্থ ছিলেন তারা। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের এই টুর্নামেন্টে আবার একসঙ্গে খেলবেন দুজন। প্রতিযোগিতাটি হবে কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।

এছাড়া পাকিস্তান সুপার লিগ ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে আফ্রিদি ও লামিছানে ছিলেন প্রতিদ্বন্দ্বী। দল পাওয়ার পর পাকিস্তানি অলরাউন্ডার বলেছেন, ‘কাঠমান্ডুতে এটাই হবে আমার প্রথম সফর। আমি উত্তেজিত এবং সেখানে যেতে মরিয়া।’ সংবাদ সম্মেলনে তাকে করা প্রথম প্রশ্ন ছিল, কয়টা ছক্কা মারতে যাচ্ছেন? হেসে আফ্রিদির জবাব, ‘সেটা নির্ভর করছে ওই দিনের বোলিংয়ের ওপর। তবে নেপালের মানুষদের বিনোদন দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

দলের প্রচারণা অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় আফ্রিদির উদ্দেশ্যে লামিছানে বলেছেন, ‘কাঠমান্ডু কিংস একাদশের বহরে স্বাগতম। এখানকার মাঠে আপনাকে দেখতে সবাই উন্মুখ। আর আমি ব্যক্তিগতভাবে জানি, নেপাল সফরে আপনার দারুণ সময় কাটতে যাচ্ছে। আমাদের দলে আপনাকে দেখতে মরিয়া আমি।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৭ জুলাই

Back to top button