দক্ষিণ এশিয়া

অনুমতি ছাড়া দাড়ি রেখে বরখাস্ত পুলিশের এক মুসলিম এসআই!

লখনউ, ২২ অক্টোবর- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গালে দাড়ি রাখার ‘অপরাধে’ উত্তরপ্রদেশ পুলিশের এক সাব ইন্সপেক্টর (এসআই)-কে বরখাস্ত হতে হল!

ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপত জেলায়। বরখাস্ত হওয়া ওই পুলিশকর্মীর নাম ইন্তসার আলি। বলা হয়েছে, পুলিশ ড্রেস কোডের নিয়ম ভাঙায় বাগপত জেলার রামলা থানার সাব-ইন্সপেক্টর আলিকে বরখাস্ত করা হয়েছে।

তব বরখাস্ত হওয়া এসআই সংবাদ মাধ্যমের কাছে জানান, দাড়ি রাখার জন্য অনুমতি চেয়ে তিনি গত বছরের নভেম্বর মাসে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদনের কোনো প্রত্যুত্তর এখনও আসেনি। এমনকী একই সঙ্গে তিনি দাবি করেছেন, গত ২৫ বছরের কর্মজীবনে দাড়ি কখনোই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়নি।

আরও পড়ুন:   দাউদ ইব্রাহিম সঙ্গী ইকবাল মির্চির ২২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্র খবর, রাজ্য পুলিশের ড্রেস কোড ম্যানুয়ালে উল্লেখ করা হয়েছে যে শিখ সম্প্রদায়ের সদস্যরা ছাড়া অন্যান্য পুলিশকর্মীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দাড়ি রাখতে পারবেন না।

ওই নিয়মবিধিকে সামনে রেখেই আলিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে সংবাদ মাধ্যমের কাছে জানান বাগপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং।

সূত্র: খবর অনলাইন

Back to top button