দিনাজপুর

দিনাজপুরে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

দিনাজপুর, ২৬ জুলাই- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. শাহ এজাজ-উল হক জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ২, বোচাগঞ্জ ও পার্বতীপুর উপজেলার একজন করে রয়েছেন। এই নিয়ে জেলায় করোনায় মোট ২৩১ জনের মৃত্যু হলো। একই সময়ে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮০টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। আক্রান্তের ১৭ দশমিক ৭৫ শতাংশ। বর্তমানে ১১৯ জন করোনা আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রঃ বাংলা ট্রিবিউন
আর আই

Back to top button