বগুড়া

বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ১৭০

বগুড়া, ২৬ জুলাই- বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ১৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭ দশমিক ৩৩ শতাংশ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. তুহিন জানান, রোববার মোট ৬২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১৫ টি নমুনা পরীক্ষায় ৫জন এবং ২৭৮ টি এন্টিজেন পরীক্ষায় ৫৭ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭ টি নমুনায় আরও ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৩৯ জন মারা গেছেন এবং ১ হাজার ৯৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button