পশ্চিমবঙ্গ

মমতার উপর ভরসা রাখার জন্য গুরুংকে স্বাগত জানাল তৃণমূল

কলকাতা, ২২ অক্টোবর- এনডিএ ছাড়ার কথা বলেছেন বিমল গুরুং। আর তারপরই তাঁকে স্বাগত জানাল তৃণমূল। ট্যুইট করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখার জন্য গুরুংকে স্বাগত।

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে মমতাকেই দেখতে চান বলে সাফ জানিয়ে দিয়েছেন বিমল গুরুং।

বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী- কেউই কমিটমেন্ট রাখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কমিটমেন্ট করেছেন, সব পূরণ করেছেন। আজ থেকে এনডিএ ছাড়ছি। ২০২১ সালের নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে লড়াই করব। বিজেপিকে মোক্ষম জবাব দেব।”

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা, উপকূলবর্তী এলাকায় সতর্কতা

লোকসভা নির্বাচনের পর অনেকটাই বাংলায় পায়ের মাটি শক্ত করেছে বিজেপি। যদিও যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত বিজেপির উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। জেলার বিভিন্ন জায়গায় বিজেপির শক্ত খুঁটি কার্যত উপরে ফেলছে তৃণমূল। বিশেষ করে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে পায়ের মাটি শক্ত করে বিজেপি। আর সেখানে বিজেপিকে সমানে টক্কর দিচ্ছে তৃণমূল।

উত্তরবঙ্গের বহু বিজেপি নেতা ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছে। এই অবস্থায় সম্প্রতি উত্তরবঙ্গে ঘুরে গিয়েছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। আর তিনি ফিরে যেতেই কার্যত বড় ধাক্কা! তৃণমূলের সঙ্গে হাত মেলানোর বার্তা গুরুংয়ের মুখে।

বিজেপির শক্ত ঘাঁটিতে তৃণমূলকে ফিরিয়ে আনার বার্তা গুরুংয়ের মুখে। তাঁর কথায়,”মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী দেখতে চাই। মমতা একটাই। বাইরে বসে দেখেছি। যা বলেন, তাই তিনি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, পাহাড়ের স্থায়ী সমাধান চাই। পাহাড় তরাই ডুয়ার্সের উন্নতির জন্য ওঁর সঙ্গে কাজ করতে চাই।”

সূত্র : কলকাতা২৪
এন এইচ, ২২ অক্টোবর

Back to top button