মধ্যপ্রাচ্য

ইরাকের মাটিতে আর মার্কিন সেনা চায় না প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি

বাগদাদ, ২৫ জুলাই – ইরাকের মাটিতে কোনো মার্কিন সেনা চান না দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি। রোববার বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিমত প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ইরাক এখনও মার্কিন প্রশিক্ষণ ও সামরিক গোয়েন্দা উপস্থিতি চায়। তবে সেনা প্রত্যাহারের একটি সময় কাঠামো তারা চায়।

খাদিমি বলেন, ‘ইরাকের মাটিতে কোনো বিদেশি যোদ্ধাবাহিনীর প্রয়োজন নেই। আইএসের বিরুদ্ধে (ইসলামিক স্টেট) যুদ্ধ এবং আমাদের সেনাদের প্রস্তুতির জন্য একটি বিশেষ সময়সূচি প্রয়োজন। এটি আলোচনার ওপর নির্ভরশীল, যা আমরা ওয়াশিংটনে করব।’

সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন ইরাকি প্রধানমন্ত্রী। খাদিমি এমন সময় হোয়াইট হাউজে যাচ্ছেন, যখন ইরাকের শিয়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিদেশে সেনা প্রত্যাহারের চাপ বাড়তে শুরু করেছে।

মার্কিন সেনাদের কাছ থেকে ইরাকের প্রত্যাশা সম্পর্কে খাদিমি বলেন, ‘আমরা ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি আমাদের বাহিনীকে প্রশিক্ষণ, কার্যক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি এবং নিরাপত্তা সহযোগিতা হিসেবে চাই।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৫ জুলাই

Back to top button