আসাম

ত্রিপুরা যাওয়ার পথে আসামে ১৫ রোহিঙ্গা আটক

দিসপুর, ২৫ জুলাই – অনুপ্রবেশের দায়ে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় ১৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

উত্তরপ্রদেশের আলিগড় থেকে ত্রিপুরা যাওয়ার পথে শনিবার তাদের আটক করা হয়।

রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে রেল পুলিশ তাদের আটক করে। এরপর তাদের তুলে দেওয়া হয় স্থানীয় পুলিশের হাতে।

জানা গেছে, গত এক দশক ধরে ভারতে বসবাস করছিল এই ১৫ রোহিঙ্গা। হঠাৎ করে তারা উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরায় কেন যাচ্ছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরপিএফ উপ-পরিদর্শক বিনোদ কুমার রায় বলেন, আটক ১৫ রোহিঙ্গার মধ্যে ছয় শিশু, ছয়জন পুরুষ এবং তিনজন নারী।

তিনি জানান, শনিবার সকালে আগরতলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। ওই সময়ই আটক করা হয় তাদের।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে থাকা নথি থেকে জানা যায় তারা মিয়ানমারের নাগরিক। ভারতে বেআইনিভাবে ঢুকেছিল তারা। ভারতীয় নথি না থাকায় তারা টিকিট কাটতে পারেনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে ঢোকে। পশ্চিমবঙ্গে বহুদিন থাকার পর কাজের খোঁজে উত্তরপ্রদেশের আলিগড়ে পাড়ি দেয় তারা।

সেখানে নির্মাণকাজের মাধ্যমে দিন কাটাচ্ছিল তারা। মাঝে একবার শিলিগুড়ি গেলে সেখানে কাজ পায়নি। এই পরিস্থিতিতে ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

তথ্যসূত্র: দেশ রূপান্তর
এস সি/২৫ জুলাই

Back to top button