মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘হস্তক্ষেপ’ নিয়ে যা বললো ইরান

তেহরান, ২২ অক্টোবর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইরান ‘হস্তক্ষেপ’ করছে- এমন অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘে ইরানি মিশনের মুখপাত্র আলী রেজা মিরইউসেফি। নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন তিনি।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র‌্যাটক্লিফ অভিযোগ করেন, ‘মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থক ভোটারদের কাছে হুমকি দিয়ে ইমেইল পাঠাচ্ছে ইরান।’

নির্বাচনে অস্থিরতা উসকে দেওয়ার উদ্দেশ্যেই ইমেইলগুলো পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান বলছে, নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন: প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ক্রেজি আঙ্কেল’ বললেন ওবামা

এ ব্যাপারে আলী রেজা মিরইউসেফি বলেন, ‘মার্কিন দাবি ভিত্তিহীন। ইরান কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না। যুক্তরাষ্ট্রই অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে থাকে।’

তিনি বলেন, ‘মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কোনো আগ্রহই আমাদের নেই। মার্কিন নির্বাচনের ফলাফল তেহরানের কাছে গুরুত্ব বহন করে না।’

জাতিসংঘে ইরানি মিশনের এ মুখপাত্র বলেন, বিশ্বের সামনে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগও মার্কিন ভোটারদের মধ্যে অনাস্থা সৃষ্টির চেষ্টার অংশ।’

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/২১ অক্টোবর

Back to top button