পশ্চিমবঙ্গ

ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা, উপকূলবর্তী এলাকায় সতর্কতা

কলকাতা, ২২ অক্টোবর- শুধু বৃষ্টি নয় ঝড়ওও হবে ষষ্ঠী থেকে অষ্টমী। এমনটাই সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সৌজন্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ। যা আরও শক্তি সঞ্চয় করে প্রবল নিম্নচাপের আকার নিয়েছে। এর জেরে হাওড়া , কলকাতায় ঝড় বৃষ্টি যেমন হবে তেমন বেশি প্রভাব ফেলবে উপকূলীয় তিন জেলায়। এখানে ঝড়ের গতি বেশি হতে পারে। ফলে আম্ফান ক্ষতিগ্রস্ত অঞ্চলে আবারও ভয় ধরাচ্ছে এই নিম্নচাপ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরী হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। এটি ক্রমে ঘনীভূত হবে। পরবর্তী ২৪ঘন্টায় এটি গভীর নিম্নচাপে। এর জেরে রাজ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী থেকেই শুরু হতে পারে বৃষ্টি। চলতে পারে অষ্টমী পর্যন্ত।’ এমনটাই পূর্বাভাস কেন্দ্রীয় আবহাওয়া দফতরের।

অন্যদিকে, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যে এই বিষয়ে প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। এরপরেই দক্ষিণ ২৪ পরগনায় পুজো কমিটিগুলিকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

ইতিমধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিশন একুশের সমীকরণ তৈরি বিজেপির

নির্দেশ পাওয়ার পরেই কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর প্রতিটি বন্দরে ফিরে এসেছে একাধিক ট্রলার। জেলা প্রশাসন সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দিঘায় পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, মাইকে প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে। দুর্যোগের জেরে ষষ্ঠীর সকালে পূর্ব মেদিনীপুরের কাঁথি, দিঘা প্রভৃতি এলাকায় বাজার হাট বন্ধ রাখা হয়েছে। এমনকি, বসেনি দিঘা মোহনার মাছের বাজারও। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/২১ অক্টোবর

Back to top button