জাতীয়

‘করোনাকালে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রকারীরা বিবেকহীন’: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২২ অক্টোবর- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘করোনা সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন নিরন্তর কাজ করছে, তখন যারা মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত, তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা বিবেকহীন। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং করবে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে আয়োজন করে ‘জনতার প্রত্যাশা’।

তথ‌্য প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার সময়েও দেশের অর্থনীতি সঠিক ধারায় এগিয়ে চলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ রপ্তানি বাণিজ্যের ইতিবাচক ধারা অব্যাহত আছে।’

আরও পড়ুন: সরকার সাংবাদিকদের মুখ বন্ধ করতে বেপরোয়া হয়ে উঠেছে : ফখরুল

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন‌্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জনতার প্রত‌্যাশার সভাপতি এমএ করিমের সভপতিত্বে অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন—পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, নূরুল আমিন রুহুল এমপি, আকরাম হোসাইন, হুমায়ূন কবির, এসএম শরীফুল ইসলাম, অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

সূত্র : রাইজিংবিডি
এম এন / ২২ অক্টোবর

Back to top button