ছেলের মা হলেন অভিনেত্রী মেঘনা
মুম্বাই, ২২ অক্টোবর- পুত্র সন্তানকে স্বাগত জানালেন অভিনেত্রী মেঘনা রাজ সারজা জানা গেছে- অভিনেতা চিরঞ্জীবী সারজা বেঁচে থাকাকালীন তাদের সন্তানের জন্মের জন্য যে হাসপাতালের বার্থিং সুইট ঠিক করেছিলেন সেখানেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন মেঘনা।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রয়াত এই অভিনেতার ছেলের বেশ কয়েকটি ছবি। যেখানে দেখা যাচ্ছে- নবজাতককে কোলে নিয়ে চিরঞ্জীবী সারজার ছবির সামনে দাঁড়িয়ে রয়েছেন তার ভাই ধ্রুব সারজা।
চিরঞ্জীবী সারজার ছেলের আগমনের কথা জানার পর হাসপাতালের সামনে ভিড় জমায় তার ভক্তরা। তাদের মাঝে মিষ্টি বিতরণ করে প্রয়াত এই অভিনেতার পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: বিয়ে করেছেন অভিনেত্রী কঙ্গনার ভাই
২০১৮ সালের ২ মে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিরঞ্জীবী সারজা ও মেঘনা রাজ সারজা। কিন্তু গত ৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দক্ষিণের এই তারকা।
চিরঞ্জীবী সারজার মৃত্যুর সময় তার স্ত্রী মেঘনা রাজ সারজা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আডি/ ২২ অক্টোবর