ফরিদপুর

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

ফরিদপুর, ২৪ জুলাই- ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটিতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৫ এবং উপসর্গে ৩ জন মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) ফরিদপুরের সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে করোনা হাসপাতালে ৩২১ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪০ জন রোগী। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। গত ২৪ ঘন্টায় জেলায় ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা বিবেচনায় হার ৫০ দশমিক ৭৫ শতাংশ।

ফরিদপুরে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৫৮ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান  জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ২৪৫ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১২০ জন। করোনার বিধিনিষেধ না মানার কারণে ফরিদপুরে বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃত্যু।

সূত্রঃ আরটিভি

আর আই

Back to top button