ক্রিকেট

অস্ট্রেলিয়া-উইন্ডিজ সিরিজ: শেষ দুই ওয়ানডের নতুন সূচী

করোনা আঘাত হেনেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। যে কারণে দ্বিতীয় ম্যাচটি শুরুর কিছুক্ষণ আগে স্থগিত করা হয়েছিল। তবে ম্যাচটি বাতিল করা হয়নি। নতুন সূচিতে এখন বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের স্থানীয় সময় ২৩ জুলাই দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তও নিয়েছিল অজিরা। কিন্তু তারা মাঠে নামার কিছুক্ষণ আগেই খবর আসে ওয়েস্ট দলের এক সদস্য (ক্রিকেটার নন) করোনা পজিটিভ। ফলে তখনই ম্যাচটি স্থগিত করা হয়।

সেদিন ম্যাচ স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে সকল ক্রিকেটার, দলের অন্যান্য সদস্য ও সম্প্রচার সহযোগীরা হোটেলে ফিরে গিয়েছিলেন। তারপর সবমিলিয়ে মোট ১৫২ জনের করোনা পরীক্ষা করানো হয়। শুক্রবার ফলাফলে আসে তাদের সবার করোনা নেগেটিভ। তাই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য আবার নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচটি হবে স্থানীয় সময় শনিবার (২৪ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে এবং তৃতীয় ম্যাচটি হবে সোমবার (২৬ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে। অর্থাৎ বাংলাদেশের স্থানীয় সময় ২৫ জুলাই ও ২৭ জুলাই দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে।

এই সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই, ২৪ জুলাই ২০২১

Back to top button