রোনালদো আবারো করোনা পজিটিভ
করোনাভাইরাস ছুঁয়ে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। গত ১৩ অক্টোবর উয়েফা নেশন্স লিগে পর্তুগালের হয়ে ম্যাচ খেলার সময় জানতে পারেন করোনায় আক্রান্ত হবার কথা।
এরপর তাকে দ্রুত এয়ার এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ইতালিতে। প্রায় এগারো দিন শেষ হতে চলল তার করোনায় আক্রান্তের। এতদিনে সুস্থও হয়ে উঠেছেন বেশ।
তবে দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় জানা গেল রোনালদো আবারো করোনা পজিটিভ হয়েছেন।
আরও পড়ুন: এক হালি গোল দিয়ে অ্যাটলেটিকোকে গুঁড়িয়ে দিল বায়ার্ন
আগামী সপ্তায় রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এখানে বার্সেলোনার মুখোমুখি হবে ইয়ুভেন্তাস। সবার আগ্রহ যখন লিওনেল মেসি আর রোনালদোকে ঘিরে তখন এই পর্তুগিজ তারকার দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হবার খবরে বেশ হতাশ হতে হচ্ছে সমর্থকদের।
তবে রোনালদো তার ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবে কী আর দুধের স্বাদ ঘোলে মেটে!
সূত্র : আরটিভি
এন এইচ, ২২ অক্টোবর