আফ্রিকা

কঙ্গোতে নারী ও শিশুসহ নিহত ১৬

কিনশাসা, ২৪ জুলাই – আফ্রিকার কঙ্গোতে অ্যামবুশে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরো নয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় কিভু প্রদেশের উত্তরে মাইমোয়া ও চানি-চানির সংযোগ মহাসড়কের মাঝামাঝিতে এ হামলা চালানো হয়।

মৃতদের সবাই সাপ্তাহিক বাজার শেষে বাড়ি ফিরছিলেন। তাদের মধ্যে ছয় নারীসহ এক শিশুও ছিল। তাদের উপর গুলি বর্ষন এমনকি রকেট হামলাও করা হয়েছিল।

কোন গোষ্ঠী এখোনও এ হামলার দায় স্বীকার করেনি। কঙ্গোতে একশ ২২ টি স্বশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা বিভিন্ন সময়ে বেসামরিক নাগরিকদের উপর হামলা করে থাকে।

২০১৩ সালের পর থেকে অন্তত ছয় হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৪ জুলাই

Back to top button