প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাক-প্রাথমিকে ভর্তি
ঢাকা, ২২ অক্টোবর- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২ হাজার ৬৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী বছর থেকে ৪ বছর বয়সী শিশুদের প্রাক-প্রাথমিকে ভর্তি করা হবে।
এ লক্ষ্যে ‘শিক্ষক সহায়িকা ও এসো আঁকিবুঁকি করি’ শীর্ষক প্যাকেজটি তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
বৃহস্পতিবার এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহার নেতৃত্বে প্রাক-প্রাথমিক শিক্ষার অন্তর্র্বতীকালীন প্যাকেজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: যেভাবে সরকারি প্রাথমিকে শিক্ষক পদে আবেদন করবেন
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিতসহ এনসিটিবির কর্মকর্তারা।
দ্রুততম সময়ের মধ্যে অন্তর্র্বতীকালীন প্যাকেজ প্রণয়ন ও হস্তান্তর করায় প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন এনসিটিবিকে ধন্যবাদ জানান।
আডি/ ২২ অক্টোবর