নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে সাবিনাদের
ঢাকা, ২৪ জুলাই – এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচগুলো ঘরের মাঠ সিলেটে খেলতে চেয়েছিল বাংলাদেশ। বাছাই পর্বের নিজেদের গ্রুপের আয়োজক হওয়ার জন্য আবেদনও করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি থেকে মৌখিক আশ্বাসও পাওয়া গিয়েছিল। কিন্তু দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশকে গ্রুপ পর্বের আয়োজক হওয়ার সুযোগ দিচ্ছে না এএফসি। বাফুফেও ঝুঁকি নিতে চাচ্ছে না।
শুক্রবার এএফসি থেকে বাফুফেকে জানিয়ে দেয়া হয়েছে সিলেটে ভেন্যু হচ্ছে না। তবে বাংলাদেশের সঙ্গে ‘জি’ গ্রুপে থাকা অন্য দুই দেশ ইরান ও জর্ডানকেও ভেন্যু দিচ্ছে না এএফসি। এই গ্রুপের খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে।
নিরপেক্ষ ভেন্যু কোথায় তা দু-একদিনের মধ্যেই চূড়ান্ত করবে এএফসি। তবে কাতারকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেশি পছন্দ করছে এএফসি। কাতার সম্মত হলে শেষ পর্যন্ত সেখানে হতে পারে বাংলাদেশের গ্রুপের খেলাগুলো। সেপ্টেম্বরে মেয়েদের এশিয়ান কাপের বাছাই হওয়ার কথা। এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে ভারতে আগামী বছর।
আগস্ট ও সেপ্টেম্বরে সিলেটে তিনটি আন্তর্জাতিক ফুটবল আসর বসার সম্ভাবনা ছিল। বসুন্ধরা কিংসের আবেদনে সাড়া না দিয়ে এএফসি কাপ মালদ্বীপে নিয়েছে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি। সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ৩০ আগস্ট থেকে। বাংলাদেশ আয়োজক হবে না বলে নাম প্রত্যাহার করে নিয়েছে। সর্বশেষ মেয়েদের খেলাও চলে গেল অন্যত্র।
সূত্র : জাগো নিউজ
এম এউ, ২৪ জুলাই