কিশোরগঞ্জে আরও ১১৬ জন করোনা রোগী শনাক্ত,মৃত্যু ১
কিশোরগঞ্জ, ২৪ জুলাই- কিশোরগঞ্জে করোনায় নতুন করে (শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত) ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সমেয় করোনা মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫২ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৩৩ জন।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮১ জন, হোসেনপুরে একজন, পাকুন্দিয়ায় তিনজন, কটিয়াদীতে ১৪ জন, কুলিয়ারচরে একজন, ভৈরবে ১২ জন, নিকলীতে একজন ও বাজিতপুরে তিনজন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫ জন। এখন পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ১০৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮১৫ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮২১ জন, হোসেনপুরে ১২০ জন, করিমগঞ্জে ৫৩ জন, তাড়াইলে ৪১ জন, পাকুন্দিয়ায় ১৬৪ জন, কটিয়াদীতে ২৩৫ জন, কুলিয়ারচরে ৪৪ জন, ভৈরবে ১৮৬ জন, নিকলীতে ১৮ জন, বাজিতপুরে ৭৭ জন, ইটনায় ৩১ জন, মিঠামইনে ২১ জন ও অষ্টগ্রামে চারজন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৭৫৬ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৫৯ জন।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই