টলিউড

নতুন কোনো ছবিতে কাজ করতে চাইছেন না পার্নো মিত্র

কলকাতা, ২৩ জুলাই – টালিউডের অন্যতম অভিনেত্রী পার্নো মিত্র। যিনি ২০০৭ সালে টেলিভিশন ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১১ সালে আসেন বড় পর্দায়। প্রথম সিনেমা রঞ্জনা আমি আর আসবো না তে অভিনয় করে বাজিমাত করেন এই অভিনেত্রী।

কিন্তু এবার হঠাৎ করেই নতুন কোনো ছবিতে কাজ করতে চাইছেন না তিনি। কী কারণে নতুন কোনো ছবিতে অভিনয় করবেন না তা জানিয়েছে দিয়েছেন পার্নো মিত্র।

কয়েকদিন আগে করোনার প্রথম ডোজ নিয়েছেন পার্নো। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়েছেন এই অভিনেত্রী। গত ২৬ এপ্রিল পার্নো মিত্র কারোনায় আক্রান্ত হয়। এরপর করোনা থেকে সেরে উঠলে টিকা গ্রহণের পর আবারও জ্বরে পড়েছেন।

এখন করোনা মহামারির মধ্যে সতর্ক থাকতে নতুন কোনো কাজ আর হাতে নিবেন না পার্নো। আপাতত কাজ ছাড়াই জীবনকে উপভোগ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এছাড়া, নতুন সিনেমায় অভিনয় করলে সেই সিনেমা কবে মুক্তি পাবে সেটি নিয়েও ভীষণ চিন্তায় রয়েছেন। কারণ অনেকগুলো সিনেমা তৈরি হয়ে পড়ে আছে। সেগুলো কবে মুক্তি পাবে তাও তার জানা নেই।

এস সি/ ২৩ জুলাই

Back to top button