দক্ষিণ এশিয়া

পেগাসাস কাণ্ডে ভারতের বিরুদ্ধে তদন্তের আহ্বান ইমরান খানের

ইসলামাবাদ, ২৩ জুলাই – প্রধানমন্ত্রী ইমরান খানের ফোনকলে নজরদারি চালাতে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহারের অভিযোগ ওঠায় ভারতের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান।

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, বিচারপতি, সরকারি কমকর্তার ওপর নজর রাখা হয়েছে বলে গত সপ্তাহে বেশ কয়েকটি সংবাদমাধ্যম রয়েছে। এই তালিকায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানও রয়েছেন। অভিযোগ উঠেছে, ভারতই এই গুপ্তচরবৃত্তি করেছিল।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে,‘রাষ্ট্রীয় অর্থায়নে ব্যাপক নজরদারি ও গোয়েন্দা অভিযান রাষ্ট্রীয় দায়িত্বশীল আচরণের যে বৈশ্বিক নীতি তার সুস্পষ্ট লঙ্ঘন।’

এতে বলা হয়েছে, ‘এই প্রতিবেদনগুলোর গুরুত্ব বিচারে, আমরা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই বিষয়ে তদন্তের, বিষয়টি প্রকাশের এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ২৩ জুলাই

Back to top button