আইন-আদালত

আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে হাইকোর্টের বিচার বিভাগের কার্যক্রম

ঢাকা, ২৩ জুলাই – করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

শুক্রবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চলমান লকাডাউনে হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতি জরুরি বিষয়ে শুনানি করবেন এবং অন্তবর্তীকালীন আদেশ প্রদান করবেন।

এছাড়া সভায় ৩১ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা এবং কর্মচারীদের টিকা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: সমকাল
এস সি/ ২৩ জুলাই

Back to top button