নাটক

সজল-সারিকার ‘ক্রাইসিস মোমেন্ট’

ঢাকা, ২২ অক্টোবর- বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘোরা সজল রুমমেটের জামা পরে চাকরির ইন্টারভিউ দিতে যায়। পথে রিকশার খোঁচা লেগে জামার পকেট ছিঁড়ে যায়। সে পথ দিয়ে যাওয়ার সময় তার চোখে পড়ে সারিকার হ্যান্ডব্যাগের ডিজাইন আর তার পকেটের ডিজাইন একইরকম। সজল সারিকাকে অনুরোধ করে তার ব্যাগের ডিজাইনটা তাকে দেওয়ার জন্য। সারিকা এতে খুব বিরক্ত হয়। সজল তার পিছু ছাড়ে না।

এক পর্যায়ে সারিকা রাজি হয় এই শর্তে যে, সে একটা বিপদে পড়েছে তাকে সহযোগিতা করতে হবে। বাবা-মা তাকে জোর করে অপছন্দের ছেলের সাথে তার বিয়ে দিচ্ছে বলে সে বাসা থেকে পালিয়ে এসেছে। এখন সে তার চাচার বাসায় যাবে। সজল রাজি হয়। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ক্রাইসিস মোমেন্ট’। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন ফজলুল সেলিম।

আরও পড়ুন: তিন অভিনেত্রীর ভিডিও ভাইরাল!

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সজল ও সারিকা। একসময় তাদেরকে বহু নাটকে দেখা গিয়েছে কিন্তু মাঝখানে এই জুটিকে অনেকদিন একসাথে দেখা যায় নি।

নাটকটি আগামীকাল (২৩ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

আডি/ ২২ অক্টোবর

Back to top button