মধ্যপ্রাচ্য

তুরস্কে ৪৫ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

আঙ্কারা, ২৩ জুলাই – তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে নৌকাডুবিতে অন্তত ৮ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। ওই নৌকায় আরোহী ছিলেন সব মিলিয়ে ৪৫ জন। এদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যহত রয়েছে। খবর আল জাজিরার।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার বিকেলে তুরস্কের রিসোর্ট শহর কাস থেকে ১৬১ মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটি ডুবে যায়। এ ঘটনার পরই উদ্ধার অভিযানে নামে তুরস্কের নৌবাহিনীর জাহাজ ও একটি বিমান।

ডুবে যাওয়া নৌকাটিতে কোন কোন দেশের অভিবাসন প্রত্যাশীরা ছিলেন, তা জানা যায়নি। প্রসঙ্গত, ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা তুরস্ককে দীর্ঘদিন ধরেই রুট হিসেবে ব্যবহার করে আসছেন। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস হয়ে তারা ইউরোপে প্রবেশ করে এবং অধিকাংশ ক্ষেত্রে পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা করে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ জুলাই ২০২১

Back to top button