ইঞ্জিনিয়ারসহ ডোমের চাকরিতে আবেদন উচ্চশিক্ষিত দু’হাজার প্রার্থীর
কলকাতা, ২৩ জুলাই – কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোমের চাকরি করতে ইঞ্জিনিয়ারসহ উচ্চশিক্ষিত দু’হাজার প্রার্থী আবেদন করেছেন।
হাসপাতালের ডোমের চাকরির জন্য ছ’টি শূন্যপদে আবেদন চেয়ে গত ডিসেম্বরে বিজ্ঞাপন দিয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ। আবেদনে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছিল অষ্টম শ্রেণি পাস। এছাড়া প্রার্থী ডোমের পরিবারের সঙ্গে যুক্ত হলে বা তার লাশ ঘরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বলেও জানিয়েছিলেন কর্তৃপক্ষ।
হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, এ কাজ করতে চেয়ে দু’হাজার আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত। ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তররাও রয়েছেন। আর আবেদনকারীরা শর্তের পরোয়া করেননি। বরং প্রচুর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী ওই কাজ করতে চেয়ে আবেদন করেছেন।
এনআরএস সূত্রে জানা গেছে, দু’হাজার আবেদনের মধ্যে ৭৯৮ জনকে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেয়া হয়েছে। তবে অতি যোগ্য প্রার্থীদের ভিড়ে ডাক পাননি ডোমের পরিবারের সঙ্গে যুক্ত থাকা বহু প্রার্থীই।
পর্যবেক্ষকরা বলছেন, এ ঘটনায় ভারতের বেকারত্বের পরিস্থিতিই প্রকট হয়ে ধরা পড়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ জুলাই ২০২১