তৃণমূলের নয়া প্রস্তাবে বাম-কংগ্রেস জোটের ইতি ঘটতে পারে
কলকাতা, ২৩ জুলাই – ২০১৬-র নির্বাচন থেকে রাজ্যে বাম-কংগ্রেস জোটের পথ চলা শুরু হয়েছিল। ২০১৯-এর পর ২০২১-এও সেই জোট নির্বাচনে লড়াই করেছে। কিন্তু সাফল্য আসেনি এই জোট গড়েও। এবার তো বাম-কংগ্রেস জোটের হাত পুরোপুরি শূন্য। কোনও আসনই তারা দখল করতে পারেনি। এই অবস্থায় তৃণমূলের নয়া প্রস্তাবে বাম-কংগ্রেস জোটের ইতি ঘটতে পারে।
বৃহত্তর স্বার্থে জোট কংগ্রেস-তৃণমূলের!
কংগ্রেস রাজ্যে ২০১৩ সাল থেকে তৃণমূলের বিরোধিতা করা শুরু করলেও, জাতীয় স্তরে উভয় দলের সখ্যতা ছিল তাৎপর্যপূর্ণ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক কংগ্রেস হাইকম্যান্ড ফেলতে পারবে না। প্রদেশ কংগ্রেসের মধ্যে সংশয় থাকলেও ২০২৪-এর লোকসভার বৃহত্তর স্বার্থে জোট হতে পারে কংগ্রেস ও তৃণমূলের।
জাতীয় স্তরে মমতার পাশেই বামেরা!
কিন্তু কংগ্রেস-তৃণমূল জোট হলে কী হবে বাম-কংগ্রেস জোটের অস্তিত্ব। এ রাজ্যে বামেরা কি পারবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে? বামেরা ইতিমধ্যেই বার্তা দিয়েছে বাংলায় তাঁরা তৃণমূল বিরোধী ভূমিকা পালন করলেও জাতীয় স্তরে তাঁরা মমতার পাশেই থাকবেন।
মমতার ভাষণে ছিল না বাম-নিশানা
এই পরিস্থিতিতে রাজ্যে বাম-কংগ্রেস জোট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দু-রকম সম্ভাবনাই থাকছ। নতুন একটা জোটের সূচনায় অন্য একটি জোটের সমাপ্তি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের ভাষণে দু-রকম আভাসই রয়েছে। তিনি কংগ্রেসকে যেমন জোটে আহ্বান জানিয়েছেন, তেমনই বামেদের বিরুদ্ধে একটা কোনও মন্তব্যও করেননি।
বাম তথা সিপিএম বিকল্প ভাবতে পারে
একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশে দিল্লিতে হাজির ছিলেন কংগ্রেসের পি চিদম্বরম, দিগ্বিজয় সিং উপস্থিত ছিলেন। তারপর মমতা নিজে ব্রিগেড সমাবেশে সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ-বার্তা দিয়ে জোটের দামামা বাজিয়ে দিয়েছেন। ফলে ২০২৪-এ কংগ্রেস-তৃণমূল জোট-সম্ভাবনা ঊজ্জ্বল। কংগ্রেস যদি ফের পুরনো পথে ফিরে যায় বঙ্গের বাম নেতৃত্ব তথা সিপিএম বিকল্প ভাবনা ভাবতে পারে।
আসুন আমরা একশো প্লাস হয়ে যাই
সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবাইকে বলব, যে যেখানে আছেন এ দেশে, সবাই জোটবন্ধ হন। আমি একা কেউ নই। আপনাদের সঙ্গে নিয়ে একশো করতে চাই। আমি এক প্লাস হতে চাই। আসুন আমরা একশো প্লাস হয়ে যাই। তাহলে আমাদের লড়াই সাফল্যের মুখ দেখবে। মমতার এই ভাষ্যের পর নয়া রাজনৈতিক সমীকরণ গড়ে তোলাই লক্ষ্য।
কংগ্রেস কি তৃণমূলের দিকে ঝুঁকবে?
এই অবস্থায় প্রশ্ন উঠেছে, কংগ্রেস বা বামেরা কোন পথ বেছে নেবে। কংগ্রেস কি বামেদের ছেড়ে তৃণমূলের দিকে ঝুঁকবে? এ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, বাংলার কংগ্রেস বলে আলাদা কিছু নই। আমরা জাতীয় কংগ্রেস। প্রতিটি প্রদেশেই জাতীয় কংগ্রেসের শাখা। জাতীয় কংগ্রেস যে অবস্থান নেবে প্রদেশও সেই পথে হাঁটবে।
তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি
এস সি/ ২৩ জুলাই