দক্ষিণ এশিয়া

প্রেসিডেন্ট ঘানি ক্ষমতা থেকে অপসারিত না হওয়া পর্যন্ত আফগানিস্তানে শান্তি ফিরে আসবে না

কাবুল, ২৩ জুলাই – তালেবান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা ক্ষমতা কুক্ষিগত করতে চায় না। তবে কাবুলে সংলাপের ভিত্তিতে নতুন সরকার না আসা এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানি ক্ষমতা থেকে অপসারিত না হওয়া পর্যন্ত আফগানিস্তানে শান্তি ফিরে আসবে না।এক মার্কিন বার্তাসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সোহেল শাহীন এসব কথা বলেন।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে তালেবানদের যে আলোচক প্রতিনিধি দল রয়েছে, ওই দলেও আছেন এ সোহেল শাহীন। এক বছরের বেশি সময় ধরে আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে এখনও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা সরিয়ে নেওয়া পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই সম্প্রতি দেশটির অনেক এলাকা নতুন করে দখলে নেয় তালেবান। অনেক স্থানে আফগান বাহিনীর সঙ্গে তাদের লড়াই হয়। ইতোমধ্যে বেশ কয়েকটি সীমান্ত স্থলবন্দর দখলে নিয়েছে তারা। আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশিক রাজধানী সরকারি বাহিনীর হাতছাড়া হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তালেবানদের নিয়ন্ত্রণে যেতে পারে আফগানিস্তান – এমন শঙ্কা উড়িয়ে দেননি। তবে তিনি বলেন, এটা প্রত্যাশিত নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০ বছর আগে যখন সর্বশেষ তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় ছিলো, তখন তারা মেয়েদের লেখাপড়া ও নারীদের কাজে যেতে বাধা দিতো।

চলমান পরিস্তিতিতে শান্তি আলোচনায় আফগান সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় দাবি থাকছে যুদ্ধবিরতি। তবে এ নিয়ে কোনো সমঝোতায় পৌঁছায়নি কোনো পক্ষই। কয়েকদিন আগে গণমাধ্যমে খবর বের হয়েছিল যে, বন্দী মুক্তির বিনিময়ে একটি যুদ্ধবিরতীর প্রস্তাব তালেবানরা দিয়েছিল। এ প্রেক্ষাপটে তালেবানরা বলছে, ‘কোনো যুদ্ধবিরতির আগে (আফগানিস্তানে) নতুন সরকারের বিষয়ে একটি চুক্তি হওয়া বাঞ্ছনীয়, যে সরকার আমাদের কাছে এবং আফগানদের কাছে গ্রহনযোগ্য হবে।’ তালেবানরা বলছে, যদি এমন হয়, তাহলে যুদ্ধ হবে না।

তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/ ২৩ জুলাই

Back to top button