সংগীত

ফকির আলমগীরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

ঢাকা, ২৩ জুলাই- একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর ইউনাইটেড হাসপাতালের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সেখানে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে।

পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেল, ফকির আলমগীরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব বলেন, ‘বাবা আগের চেয়ে ভাল আছেন। অক্সিজেন স্যাচুরেশন শতভাগ। চিকিৎসক জানিয়েছেন, বাবার ডান ফুসফুস সংক্রমণমুক্ত হয়েছে।

বাম ফুসফুস এখনও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। এ কারণে একটু শরীর ডানদিকে নিলে অক্সিজেন স্যাচুরেশন ৭৫ এ নেমে আসে।’

এ বিষয়ে চিকিৎসকরা বেশ সচেতন আছেন উল্লেখ করে রাজীব জানান, ফকির আলমগীরের শরীরে ডি-ডাইমার ক্রমশ বাড়ছে।

সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন রাজীব।

করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়।

সূত্রঃ জাগো নিউজ

আর আই

Back to top button