এশিয়া

আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ড্রোন ভূপাতিত

বাকু, ২২ অক্টোবর- আর্মেনিয়ার আরেকটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে আজারবাইজান।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নাকচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সাদারাক ও শারুর অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

আজারভাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজভিশন জানায়, কৌশলগত ড্রোনটি দিয়ে যুদ্ধ এলাকা পর্যবেক্ষণের চেষ্টা করার সময় আজেরি সেনাবাহিনী এটি ধ্বংস করে।

এর আগে গত দুই দিনে আর্মেনিয়ার আরও তিনটি ড্রোন ভূপাতিত করে আজারবাইজানের সেনাবাহিনী।

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

আরও পড়ুন: বিক্ষোভে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল থাইল্যান্ড

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

দ্বিতীয়বারের মতো শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২২ অক্টোবর

Back to top button